এই মেয়ে

এই মেয়ে, এই, এই!
হনহনিয়ে যাচ্ছিস কোথায়?
ও.. বুঝলাম, নিশ্চয় বরের সাথে ঝগড়া হয়েছে বল!
কিন্তু এখন যে লক্-ডাউন। তুই যাবিই বা কি করে আর কোথায় ই বা যাবি??
কি, কি বললি, জাহার নামে যাবি??
হাসালি রে মেয়ে, হাসালি।
আচ্ছা, চুপটি করে দাঁড়িয়ে দুটো কথা শুনবি? আমি কিন্তু তোকে জাহার নামের পথ বলে দিতে পারি, এতে তোরই লাভ।
শোন তুই যে পথ দিয়ে এলি, ঠিক সেই পথ দিয়েই যা, দেখবি তোর চেনা একটা বাড়ি পাবি, সেই বাড়িটায় ঢুকে তোর চেনা মানুষ
টার সাথে একটু মিষ্টি ভাবে কথা বল, দেখ সে আসবেই তোর কাছে।
জানিস মা, ভালোবাসা পাওয়াটা খুব সহজ, কিন্তু সেটা ধরে রাখাটা খুব কঠিন, সেটাকে হেলায় হারাস না।
কি রে, কিছু তো বল!
নে নে এবার যা, আমিও যাই। ওই দেখ পুলিশের গাড়ি, ভাগো ভাগো।
তবে যাওয়ার আগে একটা কথা বল,
জাহার নামের হদিস টা কেমন দিলাম বল???

Leave a comment