আমি আকাশ হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম হাজার হাজার তারা হয়ে তোমার বুকে বিচরণ করতে;
আমি আকাশ হতে চেয়েছিলাম।।
আমি পাখি হব, ডানা ঝাপটাব তোমার বক্ষে,
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে বেড়াতাম,
আমি আকাশ হতে চেয়েছিলাম।।
আমি আকাশ হতে চেয়েছিলাম,
প্রেমিক হয়ে তোমার দিকে অপলক নেত্রে চেয়ে থাকতাম,
আমি আকাশ হতে চেয়েছিলাম।
আচ্ছা আকাশ, তুমি দেবে তোমায় ছুঁতে?
তোমার বিশাল বাহু বক্ষে,আমার ক্ষুদ্র অনুভূতি গুলো ছড়িয়ে দিতে!
আমি আকাশ হতে চেয়েছিলাম।।
রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে,
তুমি কেবল জেগে থাকো নিস্তব্ধভাবে, আমার মনের আঙিনায়।
আচ্ছা আকাশ চল দুজনে মিলে পাড়ি দেই সেই দূর থেকে দূরান্তরে,
আমি আকাশ হতে চেয়েছিলাম।।